মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে ঢাকা-ওয়াশিংটন আলোচনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান ঢাকায় মার্কিন দূতাবাসে কর্মরতদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনা করেছেন। বৃহস্পতিবার টেলিফোনে কথা হয় তাদের।

ফোনালাপে শেরম্যান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব এবং দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস গত ১৪ ডিসেম্বর (বুধবার) সকালে রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। তার সেখানে যাওয়ার পর বাসার সামনে ‘মায়ের কান্না’ সংগঠনের ব্যানার হাতে কিছু লোক অবস্থান নেন। তারা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিচারের নামে সামরিক ব্যক্তিদের হত্যার অভিযোগ করেন। ১৯৭৭ সালে সেই ঘটনার ভুক্তভোগী পরিবারগুলোর বাড়িতে যাওয়ার আহ্বান জানান। তাতে মার্কিন রাষ্ট্রদূত সাড়া দেননি বলে অভিযোগ করেছে সংগঠনটি। সে সময় ‘নিরাপত্তাজনিত কারণে’ চলে আসতে বাধ্য হন রাষ্ট্রদূত। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলেন। ওই ঘটনার প্রেক্ষিতে এই টেলিফোন আলাপ হয় বলে জানা গেছে।