যত্ন নিয়ে মেট্রোরেল ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর

মেট্রোরেল ব্যবহারে সবার মধ্যে জনসচেতনতা তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সবাই যেন যত্ন নিয়ে এটি ব্যবহার করেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনসচেতনতা সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি নতুন বছর ২০২৩ সালের প্রথম এবং বর্তমান সরকারের ১০৮তম মন্ত্রিসভা বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।09-01-23-PM_Cabinet Meeting-3

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন হয়েছে। এটি নিয়ে মানুষের বিপুল আগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন—এর ব্যবহারে সচেতন হতে প্রচারণা চালানোর জন্য। সার্বিক যত্ন নিয়ে যেন আমরা মেট্রোরেল ব্যবহার করি, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সীমিত পরিসরে চলাচলের মাধ্যমে গত ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন শুরু করে।