ইচ্ছাকৃতভাবে দ্বৈত ভোটার হলে কঠিন শাস্তি: ইসি

ইচ্ছাকৃতভাবে দ্বৈত ভোটার হওয়া অপরাধ এবং এর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রবিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এই নির্বাচন কমিশনার বলেন, ‘শাস্তি অনেক কঠিন শাস্তি। তার (যিনি দুই বার ভোটার হবেন) বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হবে। ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। পাশাপাশি জেল খাটতে হবে।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর

খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘খসড়া দেওয়া হলো। প্রতি বছর মার্চ মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করি। এবারও তাই হবে। যদি কারও কোনও আপত্তি থাকে, তারা আপত্তি দেবেন। যদি ত্রুটি থাকে তাহলে সংশোধনের জন্য আবেদন করবেন। পরে আমরা চূড়ান্ত করে ভোটার দিবসে প্রকাশ করবো।’

২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভিত্তি ধরা হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের আগে একটা সময় থাকে। সেই সময়ের মধ্যে ভোটার হলে তারাও অন্তর্ভুক্ত হবেন।’

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটের ধীরগতি এড়াতে ভোটারদের দশ আঙুলের ছাপ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। জেলা শহর, মেট্রোপলিটন এলাকায় ইভিএমে ভোট হবে। সেখানে ভোটারদের আঙুলের ছাপ নেওয়ায় যথেষ্ট আন্তরিকতা ছিল। ইভিএমে ভোট হলে আইডেন্টিফিকেশন যাতে সহজে করা যায় সেই চেষ্টা থাকবে।’