মন্ত্রীর পদমর্যাদা পেলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

মন্ত্রীর পদমর্যাদা পেলেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। সাবেক মন্ত্রী ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ১৪ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে মন্ত্রীর পদমর্যাদা ও অন্যান্য সুবিধা দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

এর আগে গত ১৪ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে স্বীকৃতি দেন জাতীয় সংসদের স্পিকার।

আওয়ামী লীগ গত ১২ জানুয়ারি সংসদীয় দলের বৈঠকে মতিয়া চৌধুরীকে সংসদ ‍উপনেতা হিসেবে মনোনীত করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।