‘ঋণখেলাপিরা টাকা না দিয়েও দিব্যি ভালো আছেন’

ঋণখেলাপিরা টাকা না দিয়েও দিব্যি ভালো আছেন বলে মন্তব্য করে জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদেলুর রহমান বলেছেন, ‘অর্থপাচার হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা আমরা দেখছি না।’

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আহসান আদেলুর রহমান এ কথা বলেন।

নীতি-নৈতিকতার দিক দিয়ে মানুষের ব্যাপক অবনতি হয়েছে, এমন মন্তব্য করে জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘দুর্নীতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে। দুর্নীতি সারা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এখনও দেখিনি।’

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, ‘শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। বিশ্ব অবস্থানে বিশ্ববিদ্যালয়গুলো দিন দিন পিছিয়ে পড়ছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানও খারাপ হচ্ছে। শিক্ষা জাতির মেরুদণ্ড।এই মেরুদণ্ড দিন দিন ক্ষয় হচ্ছে।’

অন্যদের মধ্যে সরকারি দলের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, দীপংকর তালুকদার, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ, কাজী কেরামত আলী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।