বেদখল হয়ে আছে রেলওয়ের ১১৪০ হেক্টর জমি

রেলওয়ের এক হাজার ১৪০ দশমিক ৫৩ হেক্টর জমি বেদখলে রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের ৯৬ দশমিক ৪৩২ হেক্টর এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এক হাজার ৪৪ দশমিক ১০৩ হেক্টর। রবিবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের মোহাম্মদ হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। রেলমন্ত্রীর তথ্য অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের মোট রেলভূমির পরিমাণ ৫৮ হাজার ৪৬৯ দশমিক ৯১৪৯ একর। এর মধ্যে লিজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৮৯ দশমিক ২২১৩ একর।

মন্ত্রী জানান, বেদখল হওয়া রেলভূমি অবৈধ দখলমুক্ত করার জন্য উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়। বেদখল হওয়া জমিতে দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, বস্তি, ঘরবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ক্লাব ইত্যাদি রয়েছে।