বিএনপির প্রার্থী হতে সাবেক এমপিদের সুপারিশ লাগবে

ইউপি নির্বাচন-২০১৬এ নিয়ে তৃতীয়বারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) দলীয় প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করলো বিএনপি। দলীয় মনোনয়ন পেতে প্রথম দফায় পাঁচ নেতার সুপারিশ নিতে হবে-এমন শর্তের পর এবার আরও দুটি শর্ত যুক্ত করা হয়েছে।
এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার ক্ষেত্রে পাঁচ নেতার সুপারিশ ছাড়াও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ছিলেন তাদেরও সুপারিশ থাকতে হবে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে দলীয় এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী।
রিজভী জানান, ইতোপূর্বে বিএনপি সিদ্ধান্ত নিয়েছিল, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চেয়ারম্যান মনোনয়নের ক্ষেত্রে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যৌথভাবে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।

রিজভী জানান, আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক ও ২ নং যুগ্ম আহ্বায়ক অনুরূপ যৌথভাবে এই পাঁচ জন দলীয় চেয়ারম্যানকে প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

তিনি আরও জানান, আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম আহ্বায়কের পদ না থাকে সেক্ষেত্রে উপজেলা বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং সদস্য এবং ইউনিয়ন বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১নং সদস্য ও ২নং সদস্য অর্থাৎ মোট ০৫ (পাঁচ) জন অনুরূপ যৌথভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন।

/এসটিএস/এসএম/টিএন/