বাংলাদেশের সফট পাওয়ার

প্রথমবারের মতো দেশে প্রশিক্ষণ নিচ্ছেন বিদেশি কূটনীতিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্টবাংলাদেশের কূটনীতিতে ‘সফট পাওয়ার’ একটি বিশেষ ভূমিকা রাখে। সুনাম বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এর বড় ভূমিকা আছে। এরই ধারবাহিকতায় প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে স্নাতকোত্তর প্রশিক্ষণ গ্রহণ করছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরিন।

তিনি বলেন, ‘বর্তমানে ২৯তম বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমে ১১জন বাংলাদেশি নবীন কূটনীতিকের পাশাপাশি এবারই প্রথম পাঁচ জন বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন।’

কেনিয়া, মালদ্বীপ, ইরাক, নাইজেরিয়া ও গাম্বিয়ার কূটনীতিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রফেশনাল মাস্টার্স সনদ দেওয়া হবে।

সেহেলী সাবরিন বলেন, ‘বিদেশি কূটনীতিকদের বাংলাদেশে পররাষ্ট্র বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে আমরা আরও কূটনীতিকদের অংশগ্রহণের প্রত্যাশা করছি।’