দেশে কন্যাশিশু দুই কোটি ৭৫ লাখ

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বদেশে বর্তমানে কন্যাশিশুর সংখ্যা (শূন্য থেকে ১৭ বছর) দুই কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ৪৩৬ জন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এই কথা জানিয়েছেন।
সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে আদমশুমারি ২০১১’র বরাত দিয়ে মন্ত্রী এ তথ্য জানান। চলতি ২০১৬ সালের প্রাক্কলন অনুযায়ী মেয়েশিশুর সংখ্যা দুই কোটি ৯৮ লাখ ৮১ হাজার বলেও মন্ত্রী উল্লেখ করেন।
মন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে কন্যাশিশুর সংখ্যা সব থেকে বেশি। এ বিভাগের কন্যাশিশু হচ্ছে ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন। অন্যদিকে সবচেয়ে কম কন্যাশিশু রয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগের কন্যাশিশুর সংখ্যা হচ্ছে ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬১ লাখ ৬ হাজার ১৩৫ জন, খুলনা বিভাগে ২৬ লাখ ৯৪ হাজার ৩৮২ জন, রাজশাহী বিভাগে ৩১ লাখ ৯৮ হাজার ৬২ জন, রংপুর বিভাগে ২৯ লাখ ৫৯ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২২ লাখ ৯ হাজার ৫২ জন কন্যাশিশু রয়েছে।
/ইএইচএস/এফএস/