সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দের ১০ খাত

২০২২-২০২৩ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প সংখ্যা ১ হাজার ৫২৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৪১০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১১৫টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১০ হাজার ২টি প্রকল্পসহ সংশোধিত এডিপি’র সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১ হাজার ৬২৭টি।

বুধবার (১ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) এ বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে— 

১. পরিবহন ও যোগাযোগ: প্রায় ৬১ হাজার ৮১০ কোটি টাকা (২৭.১৬ %)।

২. বিদ্যুৎ ও জ্বালানি: প্রায় ৩৮ হাজার ৩১৭ কোটি টাকা (১৬.৮৪ %)।

৩. গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি: প্রায় ২৫ হাজার ৯৩৯ কোটি টাকা (১১.৪০ %)।

৪. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: প্রায় ২০ হাজার ২৩১ কোটি (৮.৮৯ %)।

৫. শিক্ষা: প্রায় ১৮ হাজার ৪৩১ কোটি টাকা (৮.১০ %)।

৬. স্বাস্থ্য: প্রায় ১২ হাজার ৭৪৫ কোটি (৫.৬০ %)।

৭. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ: প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকা (৫.৫৪ %)।

৮. কৃষি: প্রায় ৯ হাজার ৩৯৪ কোটি টাকা (৪.১৩ %)।

৯. শিল্প ও অর্থনৈতিকসেবা: প্রায় ৪ হাজার ৬৮৯ কোটি টাকা (২.০৬ %)।

১০. ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: প্রায় ৪ হাজার ২৭১ কোটি টাকা (১.৮৮ %)।