আবু তাহেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহেরের (৬৯) মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য জানায়।

এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আবু তাহেরের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারালো।’

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহেরগতকাল শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

পারিবারিক সূত্র জানায়, আবু তাহের দীর্ঘদিন ধরে দূরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। দেশ-বিদেশে বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। কয়েক মাস ধরে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।

বীর মুক্তিযোদ্ধা তাহের লক্ষ্মীপুর পৌরসভার তিনবারের মেয়র ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের দুবারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি জেলা ছাত্রলীগের দুবারের আহ্বায়ক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, সদর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।