বিইআরসির নতুন চেয়ারম্যান নূরুল আমিন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান হিসেবে সরকারের সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

তিনি সম্প্রতি মেয়াদ শেষ হওয়া বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিলের স্থলাভিষিক্ত হলেন।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ এর ৬ ধারা অনুযায়ী মো. নূরুল আমিনকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, তাকে অপসারণের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের ১১ ধারা প্রযোজ্য হবে।

নূরুল আমিন ২০২১ সালের ৯ জুন পরিকল্পনা বিভাগের সচিব পদ থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।