সহযোগিতা জোরদার করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশন

মানবাধিকার ও আইন-শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকার কমিশনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ। এ নিয়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার নিশ্চিতের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও উভয়পক্ষ একমত হয়। এছাড়াও মানবাধিকার ও আইন-শৃঙ্খলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজাসহ কমিশনের সদস্যরা এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।