‘লালযাত্রা’য় গণহত্যা দিবস স্মরণ (ফটো স্টোরি)

আজ ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এদিন কালো রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। শোকাবহ সেই স্মৃতিকে কালো পোশাকে ‘লালযাত্রা’য় স্মরণ করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাট। এদিন বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকে লাল-কালো পতাকা নিয়ে পদযাত্রাটি শুরু হয়। ‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা' গানের তালে তালে স্বোপার্জিত স্বাধীনতা থেকে রোকেয়া হলের সামনে দিয়ে ভিসি চত্বরে অবস্থিত স্মৃতি চিরন্তনে গিয়ে যাত্রাটি শেষ হয়। সেখানে ২৫ মার্চের সকল শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।