স্বাধীনতা জাদুঘরে কিছুক্ষণ (ফটো স্টোরি)

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত ‘স্বাধীনতা জাদুঘর’ মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নানা ঘটনার ছবি এবং দলিল দিয়ে সাজানো হয়েছে এটি।

রমজান উপলক্ষে প্রতি শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকছে স্বাধীনতা জাদুঘর। সাপ্তাহিক ছুটি হিসেবে বৃহস্পতি ও শুক্রবার বন্ধ। এ জাদুঘরে সর্বসাধারণের জন্য প্রবেশমূল্য মাথাপিছু ২০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ১০ টাকা।

আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা জাদুঘরে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। এখানকার কর্মী শাকিল জানান, রমজানের কারণে এখন দর্শনার্থীরা খুব কম আসছেন। রোজার সময় জাদুঘরটি খোলা ও বন্ধ থাকার সময়সূচিও জানান তিনি।