সবুজ পৃথিবীর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন (ফটো স্টোরি)

জলবায়ু পরিবর্তন রুখতে ও সবুজ পৃথিবীর দাবিতে স্বাধীনতা দিবসে মানিকমিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজ মানব প্রাচীর’ শিরোনামে এটির আয়োজন করে ‘গ্লোবাল ল থিংকার্স সোসাইটি’। যাতে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছেন এ নিয়ে কাজ করা বিভিন্ন মানুষ।

পরিবেশ পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ হতে বাংলাদেশসহ বিশ্ববাসীকে একত্রিত করার লক্ষ্য ‘গার্ডিয়ান অব দ্য আর্থ’ (GEarth) নামে সংগঠন ২০৩০ সাল অবধি একটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তারাও আছে এই উদ্যোগের সঙ্গে। আরও আছে জিএলটিএস। যারা বৃক্ষ রোপণের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও বহু পেশাজীবিকে নিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করছে।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ৫টি মহাদেশের ১০টি দেশ–ভারত, নেপাল, মেক্সিকো, পাকিস্তান, মালয়, আইভরি কোস্ট, হাংগিরি, গাম্বিয়া, ক্যামেরুন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশে এই কার্যক্রম অনুষ্টিত হয়। ‘সবুজ যুদ্ধ, সবুজে মুক্তি, একসাথে জলবায়ু পরিবর্তন রুখি’- স্লোগানে সবুজ বিশ্ব গড়ার এই দাবি তুলে ধরা হয়।