হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে, বললেন কাদের

হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্প্রতি সাভারে স্কুলছাত্রকে দিনমজুর বানিয়ে সংবাদ পরিবেশনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে ও পক্ষপাতমূলক সংবাদ করা হচ্ছে। এগুলো হলুদ সাংবাদিকতা।’

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, সাভারে একটা বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে ছবি ছেপে ভাইরাল করা হলো। এটা হলুদ সাংবাদিকতা, এখন হলুদ সাংবাদিকতা বেশি হচ্ছে। এগুলো পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশ ভারতে প্রতি মিনিটে কত মানুষ মারা যায়? ২০ জন মারা গেছে সৌদিতে। এর মধ্যে ৯ জন বাংলাদেশি। সড়কের দুর্ঘটনার কারণে কোনও মন্ত্রণালয় ব্যর্থ এমন বলা ঠিক না। ভোগ্যপণ্যের দাম কমছে। ধীরে ধীরে আরও কমবে।’ শুধু দেশে না, সারা দুনিয়াতে পণ্যের দাম বাড়ছে বলেও জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, গণপ্রতিনিধিত্ব সংশোধিত আইন মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন হয়েছে। চূড়ান্ত হয়নি। আইন মন্ত্রণালয়ে এখন এটি ভেটিং হবে। চূড়ান্ত অনুমোদনের আগে ফলাও করে বলার সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা অনেকের থেকে ভালো আছি, জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু চেয়ে দেখেন পাকিস্তানের দিকে, তাদের রিজার্ভ তলানিতে ঠেকেছে। দেশের উন্নয়ন থেমে থাকলে বিশ্বনেতারা কি বাংলাদেশের প্রশংসা করত?’