পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর দুই কন্যার

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। রবিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে যান তারা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দুই বোন পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করেন। 

23-04-23-PM_Banani-1

বনানি কবরস্থানে তাদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৫ আগস্ট নিহত অন্যান্যরা চিরনিদ্রায় শায়িত রয়েছেন।

23-04-23-PM_Banani-11

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য ঠান্ডা মাথায় বঙ্গবন্ধু, তাঁর সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ও আত্মীয়স্বজনকে বর্বরোচিতভাবে হত্যা করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা সেসময় বিদেশে থাকায় বেঁচে যান।

23-04-23-PM_Banani-5

23-04-23-PM_Banani-6

ছবি: ফোকাস বাংলা।