খার্তুম থেকে ৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে রওনা দিয়েছে ১৩ বাস

সংঘাত কবলিত সুদানের খার্তুম থেকে বাংলাদেশিদের সরিয়ে পোর্ট সুদানের দিকে নেওয়া হচ্ছে। মঙ্গলবার (২ মে) বাংলাদেশ সময় সাড়ে ১২টার দিকে (স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়) ৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে ১৩টি বাস রওনা দিয়েছে বলে জানিয়েছেন খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে কয়েক দিন যাবৎ বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসেফের মধ্যে চলছে এই সংঘাত।

আন্তর্জাতিক চাপে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছালেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পেছনে একে অপরকে দুষছে সেনা ও আরএসএফ। এ পরিস্থিতিতে শহরে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সরকারগুলো।

ধারণা করা হচ্ছে, উত্তর আফ্রিকার দেশটিতে প্রায় দেড় হাজারের মতো বাংলাদেশি আটকা পড়েছেন। এরমধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশ ছাড়ার কথা জানিয়েছেন। তাই তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।