মার্কিন ভিসানীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কতটুকু সহায়ক নিশ্চিত নয় বাংলাদেশ

নতুন মার্কিন ভিসানীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কতটুকু সহায়তা করতে পারে সে বিষয়ে নিশ্চিত নয় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময়ে মন্ত্রী নতুন ভিসানীতি নিয়ে একাধিক প্রশ্ন করেছেন পিটার হাসকে তবে সদুত্তর পাননি। 

বৃহস্পতিবার (২৫ মে) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'তারা করেছে তাদের নিয়মে। আমরা মনে করি, এটি যদি আমাদের স্বচ্ছ ও সুন্দর নির্বাচনে সাহায্য করে, তাহলে ভালো। কিন্তু আমরা নিশ্চিত নই। কারণ এটির কোনও পরীক্ষা করা হয়নি। যদি হয় তবে ভালো। তারা বিভিন্ন দেশের ওপর পরীক্ষা করছে। কোথাও সফল হয়েছে সেটি তিনি বলতে পারেননি। তিনি (রাষ্ট্রদূত) বললেন যে এটি নতুন, এটি এখন বলা যাচ্ছে না।'

নতুন ভিসানীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকটি বিষয় জানতে চান রাষ্ট্রদূতের কাছে যেমন— নতুন নীতিটি অন্যদেশে পরীক্ষা হয়েছে কিনা।

মন্ত্রী জানান যে রাষ্ট্রদূত জানিয়েছেন এটি পরীক্ষিত নয়। এটি নতুন নীতি এবং তারা আশা করে এটি বাংলাদেশকে সহায়তা করবে। রাষ্ট্রদূতকে অন্য আরেকটি প্রশ্নে মন্ত্রী জানতে চান এটি শুধু বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে নাকি অন্য দেশের জন্যও দেওয়া হয়েছে। এর উত্তরে রাষ্ট্রদূত জানিয়েছেন— 'অনেক দেশে দেওয়া হয়েছে যেমন নাইজেরিয়া এবং সোমালিয়া'।

মন্ত্রী বলেন, 'আমি জানতে চেয়েছি যে এই নতুন আইনের কারণে কোথাও কি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তিনি জানান, এটি বলা যাবে না।'

যুক্তরাষ্ট্রের উচিৎ বাংলাদেশকে অনুসরণ করা

মার্কিন দর্শন হচ্ছে বিভিন্ন দেশের গণতন্ত্রের উন্নয়ন যেন হয় সেটির জন্য চেষ্টা করা। মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গণতন্ত্র যেন বিঘ্নিত না হয় সেটির জন্য আইন করেছি। যদি ক্যু হয় তবে শাস্তির ব্যবস্থা করেছি। আমরা এটি করেছি। তাদের উচিৎ আমাদের অনুসরণ করা। তাদের দেশে লোক মারা গেছে নির্বাচনের ঝামেলাতে। সেজন্য তাদের উচিৎ আমাদের অনুসরণ করা।’

আমেরিকাতে ৭৯ শতাংশ রিপাবলিকান মনে করে গত নির্বাচনকে চুরি করা হয়েছে। এছাড়া ৭৭ শতাংশ সর্বদলীয় লোকেরা মনে করে তাদের নির্বাচনে দুর্বলতা আছে। কোনও দেশের নির্বাচনই পারফেক্ট না। আমি একসময় সিনেটর এডওয়ার্ড কেনেডির সঙ্গে কাজ করতাম। উনি আমাকে বলতেন— আবদুল, গণতন্ত্র হচ্ছে চলমান একটি প্রক্রিয়া। চর্চার মাধ্যমে এটির উন্নতি হবে। হঠাৎ করে উপর থেকে এটি করা যাবে না বলে তিনি জানান।