সৌদি পৌঁছেছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী

২৩ জুন রাত পর্যন্ত সর্বমোট ১ লাখ ১৯ হাজার ৪৬৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৩২১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ৯ হাজার ১৪৭ জন। এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ২৩ জন হজযাত্রী।

হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে রবিবার থেকে। হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। এদিকে গতরাতে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা এবং আরাফায় নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এবার সারাবিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নিচ্ছেন। করোনাভাইরাস মহামারির পর এটিই হবে সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে হজ।