বৃষ্টিভেজা ঈদ (ফটো স্টোরি)

দুই দিন ধরেই দেশের বিভিন্ন স্থানের মতো বৃষ্টি হচ্ছে রাজধানীতেও। আজ ঈদের দিন ভোর থেকে আকাশ ভেঙে যেন নামে বৃষ্টি। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়। তবে অঝোর ধারার এই বৃষ্টি ম্লান করতে পারেনি ঈদের আনন্দ। বৃষ্টি উপেক্ষা করেই ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৭টায় রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাতের পর মুসল্লিদের শুভেচ্ছা বিনিময়

জায়নামাজ আর ছাতা হাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে ঈদের জামাতে অংশ নেন রাজধানীর ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতীয় ঈদগাহ মাঠে নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে জামাতে অংশ নেন ঢাকার দুই মেয়রসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত

রাজধানীর বিভিন্ন প্রান্তের মুসল্লিরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার জামাতে অংশ নেন

বৃষ্টি ম্লান করতে পারেনি ঈদের আনন্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

পৃবল বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে মুসল্লির সংখ্যা ছিল তুলনামূলক কম

বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে মৃসল্লিদের উপস্থিতি আশানুরূপ ছিল না

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার জামাতে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ

কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহে

বৃষ্টির মধ্যেই দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিতে আসা মুসল্লিরা