‘শুধু উদ্বাস্তু নয়, সব অভিবাসীর অধিকার নিশ্চিত করতে হবে’

পিটার সাদারল্যান্ডশুধু উদ্বাস্তু নয়, সব অভিবাসীর জন্য বাংলাদেশের জোরালোভাবে কাজ করা উচিৎ বলে মনে করেন জাতিসংঘ মহাসচিবের অভিবাসন বিষয়ক বিশেষ দূত পিটার সাদারল্যান্ড।
তিনি বলেন, ‘অর্থনৈতিক কারণে বা জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা অভিবাসী হচ্ছেন, তাদেরও অধিকার নিশ্চিত করতে হবে।’
সম্প্রতি ঢাকা সফরের সময় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমরা জানি উদ্বাস্তুদের নির্দিষ্ট অধিকার আছে। কিন্তু আমরা শুধু তাদের কথা বলছি না। যারা বন্যা বা দুর্ভিক্ষের কারণে ক্ষতিগ্রস্ত, প্রাকৃতিক দুর্যোগের কারণে জীবন ধারণ করতে পারছেন না, তাদের কী হবে? তাদেরও আন্তর্জাতিক নিয়মনীতির মধ্যে আনতে হবে।’
তিনি উল্লেখ করেন, অভিবাসন একটি স্পর্শকাতর রাজনৈতিক বিষয়। উন্নত বিশ্ব অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে আগ্রহ বোধ করে না।
কয়েকটি উন্নত দেশের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা শুধু উদ্বাস্তু সমস্যার বিষয়ে কথা বলতে আগ্রহী। তারা বাস্তবে তাদের জন্য কিছুই করে না।’
সাদারল্যান্ড বলেন, ‘যারা অর্থনৈতিক কারণে অভিবাসী হয়েছেন, ‘এই দেশগুলো তাদের দেশে ফেরত পাঠাতে আগ্রহী। কিন্তু তাদের কাছে কারা অর্থনৈতিক অভিবাসী জানতে চাইলে কোনো উত্তর দেয় না।’

তিনি বলেন, ‘নিজ দেশে অন্যায় অবিচারের শিকার যারা তাদেরকেই শুধু উদ্বাস্তু হিসেবে গ্রহণ করা হবে, যারা অর্থনৈতিক অভিবাসী তাদের গ্রহণ করা হবে না, এটি গ্রহণযোগ্য নয়।’

স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশ এ বিষয়ে জোরালোভাবে কথা বলতে পারে বলে তিনি মত দেন।

অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে- অভিবাসীদের সুরক্ষা এবং অভিবাসীরা যেসব দেশে যান, সেখানে সুষ্ঠু অভিবাসী নীতির মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা নিশ্চিত করা।

স্বল্পোন্নত দেশগুলোর নেতা হিসেবে বাংলাদেশকে অভিবাসন সংক্রান্ত সব ক্ষেত্রে নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন জাতিসংঘের এই বিশেষ দূত।

/এজে/