সড়ক দুর্ঘটনায় তিন ব্রিটিশ বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যের লেস্টারে (লেস্টারশায়ার) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাবা ও দুই শিশুসন্তানসহ তিন ব্রিটিশ বাংলাদেশি। নিহতরা হলেন আলমগীর হোসেন সাজু (৩০), তার ৯ বছর বয়সী সন্তান জাকির হোসেন ও চার বছরের মাইরা হোসেন। এ ঘটনায় গাড়ির অপর আরোহী আলমগীরের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কোমায় রয়েছেন।

নিহত আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা বার্মিংহামের ওয়ালসলে। তার বাবার নাম আবুল কালাম। নিহত আলমগীর পেশায় ব্যবসায়ী ছিলেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।

নিহতের পরিবারের একজন সদস্য রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার একটি ডে ট্রিপ থেকে ফেরার পথে একটি মালবাহী লরির সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলে বাবা-ছেলে ও হাসপাতালে নেওয়ার পথে শিশুকন্যার মৃত্যু ঘটে।

বার্মিংহামের এটিএন বাংলার সাংবাদিক জয়নাল ইসলাম জানান,পরিবারটি স্থানীয়ভাবে বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত ছিল। তাদের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।