বার-বেঞ্চের সম্পর্কোন্নয়নের আশ্বাস নবনিযুক্ত প্রধান বিচারপতির

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জ্ঞাপন করেছে বাংলাদেশ বার কাউন্সিলের নেতারা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ শুভেচ্ছা-বিনিময় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ বার কাউন্সিলের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল সারা দেশের বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চের (আদালত) সঙ্গে পরস্পর সম্পর্কোন্নয়নের জন্য নবনিযুক্ত প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

জবাবে বার ও বেঞ্চের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রেজাউর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমান (বাদল), লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান আবদুল বাতেন, রিলিফ কমিটির চেয়ারম্যান মো. জালাল উদ্দিন খান, রোল অ্যান্ড পাবলিকেশন্স কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান, কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা), বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার এবং উপ-সচিব মো. আফজাল উর রহমান।