রায়েরবাজারে পয়ঃশোধনাগার নির্মাণ করবে ওয়াসা

স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীর রায়েরবাজারে পয়ঃশোধনাগার নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার। এর জন্য অধিগ্রহণ করতে হবে ৫৫ দশমিক ৯৭১ একর ভূমি। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এই জমি অধিগ্রহণের পরই প্রকল্পের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।

গত ১২ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘রাজধানীর রায়েরবাজার এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ’ প্রকল্প অনুমোদন পায়। ১ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা।

পুরোপুরি সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত রায়েরবাজার, হাজারীবাগ, মোহাম্মদপুর, বসিলা, কল্যাণপুর, শ্যামলী, গাবতলী ও আশপাশের এলাকায় স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, প্রকল্পের আওতায় ৫৫ দশমিক ৯৭১ একর ভূমি অধিগ্রহণের পর এর উন্নয়ন করা হবে। এই ভূমিতে সীমানা পিলারসহ কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। একইসঙ্গে এর জন্য সাইট অফিস ও আনসার ক্যাম্প নির্মাণ করা হবে। এ ছাড়াও ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে।

প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত ছিল। ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে এটি অন্তর্ভুক্ত নেই। তবে ২০২৩-২৪ অর্থবছরে এটি একনেকের অনুমোদন পেয়েছে। 

প্রকল্পটি সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন। একনেকের অনুমোদন প্রস্তাবে পরিকল্পনা কমিশনের মতামতে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে পয়ঃনিষ্কাশন নিশ্চিত করতে ঢাকা রায়েরবাজার, হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, বসিলা, কল্যাণপুর, শ্যামলী, গাবতলী ও তৎসংলগ্ন এলাকায় স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হবে। অধিগ্রহণ করা ভূমিতে পৃথক প্রকল্পের আওতায় সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণ করা হবে। সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণ শীর্ষক প্রকল্পের অর্থায়নের বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে প্রাথমিক সম্মতি পাওয়া গেছে।