দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার ঢাকায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অক্টোবর মাসে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।
ব্রায়ান শিলার বলেন, দলটি স্বাধীনভাবে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করবে এবং বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে সুপারিশ করবে। তারা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করবে।
প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল সফর শেষে একটি বিবৃতি প্রকাশ করবে।