গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য হয়েছি: তথ্যমন্ত্রী

দেশের গণমাধ্যমকে অন্য কোনও দেশের নিয়ন্ত্রণের চেষ্টা করা সমীচীন নয় বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে বঙ্গবন্ধুর কৈশোরভিত্তিক চলচ্চিত্র ‘দুঃসাহসী খোকা’র প্রিমিয়ার প্রদর্শনী শেষে ‘গণমাধ্যমের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ করা হবে’, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন,  ‘‘আমি কাগজে দেখলাম। আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে ও অবাধে কাজ করছে। শুধু তাই নয়, আমাদের গণমাধ্যম যে পরিমাণ ‘ভাইব্রেন্ট’, পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নেই।’’

তিনি বলেন, ‘গণমাধ্যমের ওপর ভিসানীতি প্রয়োগের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করি, আমাদের গণমাধ্যমকে  অন্য কোনও দেশের নিয়ন্ত্রণের চেষ্টা করা সমীচীন নয়।’