মানসম্মত পণ্য বাজারজাতের আহ্বান শিল্পমন্ত্রীর

মানসম্মত পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে বিএসটিআই এবং ব্যবসায়ীদেরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মাজিম মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা ও উন্নয়ন বিএসটিআই’র দায়িত্ব।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত ‘শেয়ারড ভিশন ফর এ বেটার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফর এসডিজি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএসটিআই’র কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জননিরাপত্তার বিষয়টি নির্ভর করে। এক্ষেত্রে কোনও ধরণের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা দেখা দিলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি ব্যবসায়ীদেরকেও নিম্নমানের পণ্য উৎপাদন করে অতিমুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। আমদানিকারকদেরকে মানসম্মত পণ্য আমদানি করতে হবে এবং উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে।

নুরুল মাজিম মাহমুদ হুমায়ূন বলেন, বৈশ্বিক বাজারের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের পণ্যের মানের দিক দিয়ে এগোতে হবে। পণ্য মানের যত উন্নয়ন হবে আমাদের ব্যবসার পরিধি তত বাড়বে। উৎপাদনকারীকে মনে রাখতে হবে দিন শেষে তিনিও একজন ভোক্তা।

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পণ্যের মানের বিষয়ে নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাবে যেন নিম্নমানের পণ্য বাজারজাত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে

বিএসটিআই’র মহাপরিচালক মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার শামীম সাত্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও (মান) (অ.দা.) মো. তাদহর জামিল। আলোচনা সভার পূর্বে বিএসটিআইতে অত্যাধুনিক এমএস রড টেস্টিং ল্যাবরেটরি, রেফ্রিজারেটর টেস্টিং ল্যাবরেটরির নতুন ইউনিট উদ্বোধন করা হয়।