রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা ভারতের রাষ্ট্রপতি মুর্মুর

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে তার সফল মেডিক্যাল সার্জারির জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন।

ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো বার্তায় বলেছেন, “আপনার সাম্প্রতিক মেডিক্যাল সার্জারির বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে এবং অস্ত্রোপচারের পর আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত।”

বার্তায় তিনি বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই সুযোগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগামী দিনগুলোতে আপনার অব্যাহত সুস্বাস্থ্য এবং উন্নত কর্মশক্তি কামনা করছি।

সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাফল্য কামনা করে ভারতে রাষ্ট্রপতি লিখেছেন, ‘মহামান্য দয়া করে আমার সর্বোচ্চ গুরুত্বের আশ্বাস গ্রহণ করুন’।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করেছেন। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিডিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সফল হয়েছে।

সূত্র: বাসস