সিএনজি মালিক-চালকদের ওপর কঠোর নজরদারির সুপারিশ

জাতীয় সংসদ ভবনসিএনজি অটোরিকশাগুলো যাতে মিটারের বাইরে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেজন্য মালিক ও চালকদের ওপর কঠোর নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটি সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, একেএম আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেসা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে একাব্বর হোসেন সাংবাদিকদের বলেন, ‘নতুন ভাড়া নির্ধারণের পর কিছুদিন পর্যন্ত চালকরা সঠিক ভাড়া নিচ্ছিলেন। কিন্তু এখন আবার আগের মতো শুরু করেছেন। এর ফলে যাত্রীদের হয়রানিও বেড়েছে। এজন্য কমিটি মন্ত্রণালয়কে কঠোর হওয়ার সুপারিশ করেছে। মালিকরাও চালকদের কাছ থেকে সরকারি নির্দেশনার চেয়ে বেশি টাকা নিচ্ছে। এজন্য মালিকদেরও নজরদারি মধ্যে আনার জন্য বলা হয়েছে।’
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সিএনজি অটোরিকশাগুলো মিটার ছাড়া যেন চলতে না পারে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যাতে আদায় করতে না করতে পারে সে জন্য সিএনজি মালিক-চালকেদের ওপর আরও কঠোর নজরদারি বাড়াতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের যতগুলো প্রকল্পের কাজ চলছে সেগুলো সংসদীয় কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করা হয়। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে হালনাগাদ তথ্য সংসদীয় কমিটির সদস্যদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানোর সুপারিশ করা হয়।

একই সঙ্গে মন্ত্রণালয় থেকে কোনও টেকনিক্যাল টিম বিদেশে পাঠানোর আগে তা সংসদীয় কমিটিকে জানানোর সুপারিশ করা হয়।

/ইএইচএস/এজে/