শুরু হলো জাটকা সংরক্ষণ সপ্তাহ

জাটকাইলিশের বংশবৃদ্ধি, জাটকানিধন বন্ধের পাশাপাশি ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার ২ মার্চ থেকে চলবে আগামি ৮ মার্চ পর্যন্ত।
বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক  ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে মৎস্য অধিদফতর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো উপকূলীয় জেলায় ‘অবৈধ জাল নির্মূল কমিটি’ গঠন করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নভেম্বর-জুন পর্যন্ত জাটকা নিধন বন্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। ব্যবস্থা করা হবে বিকল্প কর্মসংস্থানের। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমের ১৫দিন প্রজনন এলাকাসহ দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন ও পরিবহণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে।
এবার জাটকা নিধন বন্ধকালীন সময়ে সোয়া ২লাখ জেলে পরিবারকে দেড় লক্ষাধিক মেট্রিক টন ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া প্রতি পরিবারকে ৪০ কেজির বদলে ৮০ কেজি করে চাল দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় ৩৩ হাজার জেলেকে ১০ হাজার টাকা মূল্যের বিকল্প উপকরণও সরবরাহ করা হয়েছে।
এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৬’ বাস্তবায়নে সকালে মৎস্য ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এসে শেষ হয়।

সূত্র: বাসস

/এনএস/এপিএইচ/