দুদক পেলো নতুন সচিব, আগেরজনকে মন্ত্রণালয়ে বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীন এনডিসিকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে দুদকের সচিব মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলির আদেশ জারি করেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

দুই সচিবের বদলি ও পদায়নে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) পক্ষ থেকে নতুন সচিবকে অভিনন্দন জানানো হয়। ডুসার সভাপতি মশিউর রহমান ও সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম এক বিবৃতিতে বলেন, নতুন সচিব খোরশেদা ইয়াসমিন জাতীয় উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং কল্যাণ রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায় দুর্নীতি নামক বিষবৃক্ষের মূলোৎপাটনে দুদকের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে ডুসা বিশ্বাস করে।

তিনি আরও বলেন, দুদকের বর্তমান ও বিদায়ী সচিব মাহবুব হোসেন দুদক সচিব হিসেবে দুদক কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং দুদকের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডুসার প্রথম প্রধান উপদেষ্টা হিসেবে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সদস্যদের কল্যাণে যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।