সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থাপনা দেখবে স্থানীয় সরকার

এতদিন সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি করপোরেশন দেখলেও এখন থেকে দেখবে স্থানীয় সরকার।

রবিবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন-২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টায় সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এই তথ্য জানান।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগে কাউন্সিলররা বছরে তিন মাস ছুটি পেতো। এখন পাবে এক মাস।

তিনি বলেন, ‘আগে মেয়াদ শেষ হওয়ার পেছনের ১৮০ দিনের মধ্যে নির্বাচন হতো। এখন হবে আগের ৯০ দিনের মধ্যে। নির্বাচন হওয়ার পর শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে কার্যদিবসের প্রথম বৈঠক করতে হবে। তখন আগের নির্বাচিতরা বিলুপ্ত হবে।’

প্রতীকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার যে বিধান ছিল সেটার কোনও পরিবর্তন হয়নি। সেই আইন একই আছে।’

এর আগে এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।