ভারত গেছেন পররাষ্ট্র সচিব

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারত সফরে গেলেন। এশিয়া ইকোনোমিক ডায়ালগ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের পুনেতে গিয়েছেন পররাষ্ট্র সচিব। ওই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রা এবং নেপালের পররাষ্ট্র সচিব সেওয়া লামসালও অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে তিন সচিব বক্তব্য রাখেন। এশিয়া ইকোনোমিক ডায়ালগ ২০২৪ এর কনভেনর অ্যাম্বেসেডর গৌতম বামবাওয়ালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উদ্বোধনী সেশনে ভূঅর্থনৈতিক চ্যালেঞ্জ ও এর প্রভাব, আন্তঃআঞ্চলিক কানেক্টিভিটি, বিমসটেকের ভূমিকা, জ্বালানি এবং ডিজিটাল কানেক্টিভিটিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন আ-আঞ্চলিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য কানেক্টিভিটি ও অজানা বিষয় সম্পর্কে যে ভীতি রয়েছে সেটি দূরীকরণে সার্ক, বিমসটেক, আইওরা, বিবিআইএন এর মতো আঞ্চলিক সংস্থাগুলো শক্তিশালী করার ওপর জোর দেন। 

এ অঞ্চলে বাংলাদেশ, নেপাল ও ভূটান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নীত হওয়ার পর একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।

এর আগে গত ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ভারত সফর  করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে এটাই ছিল তার প্রথম ভারত সফর।