পীরগঞ্জ স্মার্ট উপজেলা হবে: স্পিকার

বর্তমান সরকারের সময়ে পীরগঞ্জ একটি স্মার্ট উপজেলা হবে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বায়নের যুগে সবাই দূরে চলে গেলেও নিজের শেকড় ও আত্মপরিচয় আমরা কেউ ভুলতে পারি না। পীরগঞ্জ আমাদের আত্মপরিচয়ের অংশ।

শনিবার (২ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টে পীরগঞ্জ-রংপুর সমিতি, ঢাকা আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও পিকনিকে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘পীরগঞ্জ সমিতির এই আয়োজন একটি পারস্পরিক মিলনমেলা। এর মধ্য দিয়ে পারিবারিক ও আত্মিক বন্ধন সুদৃঢ় হয়। সমিতির বছরব্যাপী বৃত্তি দেওয়া, ইফতার আয়োজনসহ নানা ধরনের সামাজিক কার্যক্রম করোনাকালীন কিছুটা বিঘ্নিত হলেও এখন আবার স্বরূপে ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে বদলে যাওয়া পীরগঞ্জের কাজগুলো আগামী দিনে শেষ করা হবে। পীরগঞ্জের যেকোনও উন্নয়ন ও সহযোগিতার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা সার্বিক উন্নয়ন কার্যক্রমকে সহজতর করে তুলেছে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজা প্রমুখ।