ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকে।

মঙ্গলবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান তারা। 

প্রথমে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা এবং পরে প্রধানমন্ত্রী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন ভুটানের রাজা ও তার স্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

জাতীয় স্মৃতিসৌধে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দায়িত্ব পালনরত প্রধান বিচারপতি এম. ইনায়েতুর রহিম। সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন করছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা

পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্মৃতি চিরঞ্জীবে প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিদেশে অবস্থায় করায় তার স্থলে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম।