সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. লুৎফুল হাবিবকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য এক প্রার্থী ও তার ভাইসহ তিন জনকে অপহরণের ঘটনার জের ধরে তাকে শোকজ করা হলো। ২২ এপ্রিল বিকালে আগারগাঁও নির্বাচন ভবনের সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে হাবিবকে।

নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত লুৎফুল হাবিবকে দেওয়া চিঠিতে জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘নাটোরে ৫ ঘণ্টার ব্যবধানে সম্ভাব্য প্রার্থী ও তার ভাইসহ তিনজনকে অপহরণ’ শিরোনামে প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন ও তার ভাইসহ তিন জনকে অপহরণের সংবাদে লুৎফুল হাবিবকে দায়ী করা হয়েছে ওই প্রতিবেদনে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে প্রতিবেদন পাওয়া গিয়েছে উল্লেখ করে ইসির চিঠিতে বলা হয়, সব জাতীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্র বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন ও পত্রিকায় ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। এরূপ ঘটনার জন্য কেন প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাবসহ নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।