চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপে ৫৫টি উপজেলায় ভোট হবে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে আগারগাঁওয়ে নির্বাচনে ভবনে নির্বাচন কমিশনের ৩২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের বৈঠকের পর ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী— রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। ৫৫টি উপজেলার মধ্যে দুটিতে ইভিএমে ভোট হবে বলে তিনি জানান।

চতুর্থ ধাপে যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো— রংপুর বিভাগের দিনাজপুর জেলার ফুলবাড়ী, পার্বতীপুর ও নবাবগঞ্জ; রংপুর জেলার তারাগঞ্জ ও বদরগঞ্জ। রাজশাহী বিভাগের বগুড়া জেলার নন্দীগ্রাম, শেরপুর ও ধুনট; নওগাঁ জেলার সদর ও মান্দা, রাজশাহী জেলার চারঘাট ও বাঘা; সিরাজগঞ্জ জেলার কামারখন্দ (ইভিএম) ও রায়গঞ্জ (ইভিএম)। খুলনা বিভাগের খুলনা জেলার রুপসা, দাকোপ ও বটিয়াঘাটা।

এছাড়া বরিশাল জেলার বরিশাল জেলার মুলাদী ও হিজলা; পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাংগাবালী; ভোলা জেলার মনপুর ও চরফ্যাশন; বরগুনা জেলার আমতলী ও তালতলী। ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী; টাঙ্গাইল জেলার মির্জাপুর, বাসাইল ও সখিপুর; কিশোরগঞ্জ জেলার বাজিতপুর, কুলিয়ার চর ও ভৈরব; ময়মনসিংহ জেলার ভালুকা, গফরগাঁও ও নান্দাইল, নেত্রকোনা জেলার কেন্দুয়া ও আটপাড়া। সিলেট বিভাগের সুনাম জেলার শান্তিগঞ্জ, সদর ও মধ্যনগর; সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট; হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর।চট্টগ্রাম বিভাগের ব্রহ্মণবাড়িয়া জেলার নবীনগর, সদর ও বিজয়নগর, কুমিল্লা জেলার হোমনা, চান্দিনা ও চৌদ্দগ্রাম; ফেনী জেলার ছাগলনাইয়া, চট্টগ্রাম জেলার বাশখালী ও লোহাগড়া।

আরও পড়ুন:

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপের তফসিল ঘোষণা

উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়