ধানমন্ডি ৩২ এখন ধ্বংসস্তূপ

একসময় ছিল ধানমন্ডি ৩২ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ি। বর্তমান পরিচয় ধানমন্ডি ১১ নম্বর রোডের ১০ নম্বর বাড়ি। শুধু একটি বাড়ি নয়, এর ব্যাপ্তি ছড়িয়েছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ নামে। ১৯৬১ থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এখানেই বসবাস করেছেন। এ বাড়ি থেকেই পরিচালিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপ। বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

452564297_1223370862339029_6720638397649191863_n

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে ওই বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়। ধ্বংস করা হয়েছে ভেতরের সবকিছু। 

453475609_489503637117549_1397162027052146435_n

মঙ্গলবার সকাল থেকে অনেক উৎসাহী মানুষ ভবনটি দেখতে আসেন। 

453686633_814307714104411_6095186163188481276_n

453557196_511385424775746_2160127341434934681_n

453374630_290879434114340_8730310840766357509_n

453362619_1048279506873966_5189978949345113583_n

452965505_822819429833476_2953941807992176512_n

452964085_508906051607964_1724588470597756429_n

452913480_1737868143687759_1046715097265441667_n

452629146_1056527025868134_733041441088150357_n

452337013_1494992134789610_5916092644609100460_n

452278248_434464616271812_7918804273431596553_n

451218255_252420994632009_2508290057813889445_n