অর্থ উপদেষ্টার নেতৃত্বে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি গঠন

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

কমিটিতে উপদেষ্টা পরিষদের সদস্য ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. আসিফ নজরুল, হাসান আরিফ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, আদিলুর রহমান খান, আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নুরজাহান বেগম।