‘বিআরটিসির নারী বাস সার্ভিস সম্প্রসারিত হচ্ছে’

নারীওবায়দুল কাদের ও ছাত্রীদের জন্য রাজধানীতে বিআরটিসির বাস সার্ভিস সম্প্রসারণ করা হচ্ছে। রবিবার থেকেই বিমানবন্দর সড়কের মাধ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম। রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিজ  কার্যালয়ে  এ তথ্য জানান।
সড়ক পরিবহন খাতের বিদ্যমান সমস্যা নিয়ে এক পর্যালোচনা সভায় সেতুমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ছাত্রী ও মহিলাদের জন্য বিআরটিসির সার্ভিস শিগগিরই সম্প্রসারণ করা হবে।
শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী শতাব্দির আবেদনে শনিবার শেওড়া থেকে সেনানিবাসের এমইএস পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস চালুর নির্দেশ দেন মন্ত্রী। সে অনুযায়ী রবিবার সকাল থেকেই সার্ভিসটি চালু হয়ে যায়। পরে এর চাহিদার কারণে সার্ভিস সম্প্রসারণের কথা বলেন মন্ত্রী।
/ওএফ/এমএনএইচ/