পাহাড় ও পূজার নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবেই আছে। যারাই নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। এছাড়া দুর্গা পূজার নিরাপত্তা নিয়েও কোনও আশঙ্কা নেই।

বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ বুদ্দিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, পাহাড়ে কারা বিশৃঙ্খলা করে। কিছু লোক আছে— তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতি খারাপ করার জন্য। সেটা গণমাধ্যম ভালোভাবে তুলে ধরেছে। সেখানে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ভালোভাবেই মোকাবিলা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান এটি। তারা যাতে নির্বিঘ্নে তাদের অনুষ্ঠান করতে পারে, সেজন্য আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা তাদের আশ্বাস দিয়েছি যে, আপনারা আনন্দঘন পরিবেশে আপনাদের অনুষ্ঠান করতে পারবেন। এখানে নিরাপত্তার কোনও শঙ্কা নেই।