রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দিকে খিলগাঁও থানার মেরাদিয়া নয়াপাড়া এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)। এ ঘটনায় লুণ্ঠিত একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ উদ্ধার করা হয়েছে।
বুধবার ( ১৬ অক্টোবর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার( ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ৯ অক্টোবর রাত ৮টা থেকে ১১টার মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত কনস্ট্রাকশন সল্যুশনস নামক একটি প্রতিষ্ঠানের গোডাউনে প্রবেশ করে গ্রেফতার রাসেলসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের একটি দল প্রতিষ্ঠানের কর্মচারীদের আগ্নেয়াস্ত্রের মুখে কন্টেইনারের ভেতর আটকে রেখে গোডাউনে থাকা নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা লুট করে। পরবর্তীতে একটি ট্রাকে করে গোডাউনে থাকা প্রায় তেত্রিশ লক্ষ টাকার মালামাল, ১টি মোটরসাইকেল ও ১৫টি মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ডাকাতি হওয়া মোটরসাইকেলটি কুমিল্লা হাইওয়ে দিয়ে চালিয়ে যাবার সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ডাকাতরা সেটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে হাইওয়ে পুলিশের সহায়তায় ৯ অক্টোবর রাত ২ ঘটিকার সময় কুমিল্লার দাউদকান্দি এলাকা হতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারদের খিলগাঁও থানায় দায়ের করা ডাকাতি মামলায় রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে খিলগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।