হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা ও বিশিষ্টজনদের শোক

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন (ইন্না...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্টজনরা।

প্রধান উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘তার (হাসান আরিফ) আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন, যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

উপদেষ্টা হাসান আরিফে কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার জন্য হাসান আরিফ স্মরণীয় হয়ে থাকবেন।’

প্রধান উপদেষ্টা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সংবিধান সংস্কার কমিশন প্রধানের শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। কমিশনের জনসংযোগ কর্মকর্তা এ কে এম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান অধ্যাপক আলী রীয়াজ।

প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ অন্য কমিশনাররা। ইসির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনাররা শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

অর্থ উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা।

শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আইন উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

তথ্য উপদেষ্টার শোক 

উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘এ এফ হাসান আরিফ ছিলেন বাংলাদেশের একজন প্রাজ্ঞ আইনজীবী। কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে তার সুখ্যাতি রয়েছে। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’

বাণিজ্য উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবেশ উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ভূমি এবং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার মৃত্যুতে জাতি একজন দক্ষ এবং নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল। আইন অঙ্গন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এছাড়াও শোকবার্তায় পরিবেশ উপদেষ্টা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মহান সৃষ্টিকর্তার কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

ধর্ম উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ধর্ম উপদেষ্টা প্রয়াত হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নৌপরিবহন উপদেষ্টা প্রয়াত এ এফ এম হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদ্য উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা।

শোকবার্তায় খাদ্য উপদেষ্টা প্রয়াত হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

মৎস্য উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংস্কৃতি উপদেষ্টার শোক

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুক পোষ্টে ফারুকী লেখেন, ‘উপদেষ্টা হাসান আরিফ ভাইয়ের আকস্মিক প্রয়াণে শোকাহত। আমার সাথে উনার আলাপ অল্প কয়েক দিনের। মূলত ক্যাবিনেট মিটিংয়ের আগে-পরে উনার হাসিমুখই মনে পড়ছে। আর মনে পড়ছে এনডিসি প্রোগ্রামে ফিল্ম-অভিনয় এসব নিয়ে আলাপ। শেষ যেটা মনে পড়ছে- এবারের বিজয় দিবসে একসঙ্গে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। এক সময় ক্লান্ত হয়ে আমি দেয়ালে বসলেও উনি ঠাঁয় দাঁড়িয়েছিলেন। এটা নিয়ে একটু হাসি তামাশাও করেছিলেন।  আপনার হাসিমুখটাই আমার মনে থাকবে, আরিফ ভাই।’