আফগানিস্তানে অপহৃত ব্র্যাকের দুই কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা

ব্র্যাকদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তা আফগানিস্তানে অপহরণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ এলাকায় অস্ত্রধারীরা তাদের অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়েছেন ব্র্যাকের কর্মকর্তারা। তবে অপহরণকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে দুই কর্মকর্তাকে উদ্ধারে ব্র্যাকের পক্ষ থেকে আফগান সরকার ও স্থানীয় প্রসাশনের সহযোগিতায় চেষ্টা চালানো হচ্ছে।
ব্র্যাকের মিডিয়া ম্যানেজার মাহবুবুল আলম কবির বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে ব্র্যাকের তিন কর্মকর্তাকে অপহরণ করে অস্ত্রধারীরা। তাদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং একজন আফগান। কিছু দূর যাওয়ার পর আফগান কর্মকর্তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে এর সঙ্গে তালেবান জঙ্গিরা জড়িত কি না- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
অপহৃত দুই বাংলাদেশি হলেন- প্রধান প্রকৌশলী শওকত ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। দুজনের বাড়িই পাবনা জেলায় বলেও জানা গেছে।
মাহবুবুল আলম কবির আরও জানান, ব্র্যাকের স্থানীয় কার্যালয়ের পক্ষ থেকে স্থানীয় পুলিশ ও আফগান কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তাদের সাহায্য নেওয়া হয়েছে।

যে গাড়ি থেকে দুই কর্মকর্তাকে নামিয়ে নিয়ে যাওয়া হয় সেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে ব্র্যাক কর্মকর্তারা জানান।

ব্র্যাক আফগানিস্তানে কাজ শুরু করে ২০০২ সালে। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ২৩টিতেই ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে সংস্থাটি। আফগানিস্তানে ব্র্যাকের প্রায় ৪২৯টি শাখা আছে। বাংলাদেশি ও অন্যান্যদের পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার আফগান কর্মী কাজ করছেন এই শাখাগুলোতে।

তবে এর আগেও আফগানিস্তানে ব্র্যাক কর্মীদের অপহরণের ঘটনা ঘটেছে। সংস্থাটি ২০১২ সালের মে মাসে ঘোর প্রদেশে ব্র্যাকের একটি কার্যালয়ে ঢুকে এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।
এরও আগে ২০১০ সালের ডিসেম্বরে ব্র্যাকের এক প্রকৌশলীকে হত্যা করে অপহরণ করা হয় ছয়জনকে। ২০০৭ সালের সেপ্টেম্বরে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে প্রাণ যায় আরেক ব্র্যাক কর্মকর্তার। ওই বছর নূরুল ইসলাম নামে এক ব্র্যাক কর্মকর্তা অপহৃত হওয়ার ৮৩ দিন পর মুক্তি পান। ২০০৮ সালের অক্টোবরে গজনি প্রদেশ থেকে অপহৃত হন দুইজন। দশদিন পর তাদের মুক্তি দেওয়া হয়।

/এফএস/এজে/