ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ

নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একটি শ্রেণি ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ধর্ম কখনও এ ধরনের অনৈতিক কার্যকলাপকে সমর্থন করে না, বরং নারীদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার শিক্ষা দেয়।

তিনি জানান, নারী হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

আলোচনা সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের সাফল্য তুলে ধরা হয় এবং তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।