ইউপি নির্বাচনে টিভি মনিটরিং করছে কমিশন

নির্বাচন কমিশনকমিশন সচিবালয় বসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তদারকি করছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনররা টিভি মনিটরিং ও সংশ্লিষ্ট এলাকায় যোগাযোগের মাধ্যমে নির্বাচনের খোঁজ খবর এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিচ্ছেন।
কমিশন কার্যালয়ে দেখা গেছে, কমিশনাররা নিজ নিজ দফতরে বসে টেলিভিশনে ইউপি নির্বাচনের খবর দেখছেন। কোথাও কোনও অনিয়ম ও সংঘর্ষের বিষয়টি তাদের নজরে এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিভিন্ন দায়িত্ব নিয়ে যার যার বিভাগের দেখাশোনা করছি।’
সূত্র জানায়, চারজন কমিশনার দুটি করে বিভাগের দায়িত্ব নিয়ে মনিটরিং করছেন। কমিশনারদের মধ্যে আব্দুল মোবারক-রংপুর ও রাজশাহী, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জবেদ আলী চট্টগ্রাম ও সিলেট, আবু হাফিজ-ঢাকা ও ময়মনসিংহ এবং মোহাম্মদ শাহনেওয়াজ-খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন।

এদিকে, জাতীয় পার্টি মঙ্গলবার কমিশনে এসে বেশ কয়েকটি ইউপি নির্বাচনে তাদের এজেন্ট বের করে দেওয়া কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, প্রার্থীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের জন্য কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন।

পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থানীয় সরকার নির্বচন কমিশনার কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া স্বাক্ষতির চিঠিতে অন্তত ৫০টি ইউপি নির্বাচন বিষয়ে এসব অনিয়মের অভিযোগ করা হয়।

/ইএইচএস/এআর/এসটি/