জেএমবি’র ৪ সদস্য দুই দিনের রিমান্ডে

জেএমবিনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চার সদস্যকে দুই দিনের  রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
সকালে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশ পরিদর্শক মোস্তফা আনোয়ার আদালতে আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- মো. আব্দুর রাজ্জামা উমায়ের (২২), ফয়সাল আহমেদ (২৮), আহমেদ ফজলে আকবর (৩৪) এবং আবু নাঈম মোহাম্মদ জাকারিয়া (৩৩)।
আসামিপক্ষের আইনজীবী হাসিবুর রহমান দিদার শুনানিতে অংশ নেন । শুনানিতে  তিনি  বলেন, আসামিদের সোমবার গভীর রাতে ডিবি পুলিশ গ্রেফতার করে। তাই আসামিদের রিমান্ড আবেদন মঞ্জুর না করে জামিন দেওয়া হোক।
মামলার অভিযোগ থেকে জানা যায়,  সোমবার (২০ মার্চ) রাত আড়াইটায় কল্যানপুর বাসস্ট্যান্ডে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে বিপুল পরিমাণ নিষিদ্ধ বইসহ আসামিদের আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল হাসান বাদী হয়ে দারুসসালাম থানায় ৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। যদিও দুই জন পালাতক রয়েছেন।

পলাতক দুই আসামি হলেন- শেখ সোহান জাদো ওরফে বাবা আব্দুল্লাহ এবং মিনহাজ।

/টিএইচ/এসএনএইচ/ এপিএইচ/