অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও

উদ্বেগ-উৎকণ্ঠা-গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (২৪ মে) রাতে সাড়ে ৭টায় বিএনপি এবং সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতাদের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমে বলেন, ‘সাড়ে ৭টায় সাক্ষাতের সময় আমাদেরক জানানো হয়েছে।’

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজ রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।’

বিএনপির সূত্র জানায়, গত সপ্তাহে কয়েক দফা সময় চাইলেও প্রধান উপদেষ্টা সম্মতি দেননি। অবশেষে গতকাল শুক্রবার কার্যালয় থেকে জানানো হয়েছে আজ বৈঠক হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার (২২ মে) পদত্যাগের গুঞ্জনের মধ্যে সব দলকে নিয়ে বৈঠকের আহ্বান জানান জামায়াত আমির। যদিও পরে বিভিন্ন দলের নেতারা জানান, সবাই একসঙ্গে বৈঠক হলে হৈ চৈ হতে পারে।

বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান।

প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার কারণে ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ মাসের শেষ দিকে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াতে থাকে। এরপরপরই ‘প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা’ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমকে এমন কথা জানান জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। এ নিয়ে নানারকম গুঞ্জন ছড়ায়।

বিএনপির সূত্র জানায়, মূলত সেনাপ্রধানের বক্তব্যের পর পরিস্থিতি জরুরি হয়ে উঠে।